বিদায় বেলা যেন হাসির সাথে বিদায় দিলাম,
কষ্ট যতই থাকুক মনে হাসির মাঝে লুকিয়ে নিলাম।
অন্য ঘরের বধূর সাজে,
ব্যস্ত থাকিস আপন কাজে।
একটি মনের গল্প শুধু পড়বি বারে বারে।
পড়বে মনে ঠিকই আমায় মনের বাসর ঘরে …
রচনাঃ২৩ অগ্রহায়ণ ১৪২২
লেনিনগড়