খুব নিশ্চুপ এই পৃথিবী। খুব কালো হয়ে গেছে নীল মেঘ।
ছেঁড়া ঘুড়িটার সুতো কান্নায়, যেন বাঁচবে পরজন্মে।।


মন দ্রাঘিমার চেনা ফিসফিস, আজ কান পেতে আছে দরজায়।
শত ঘূর্ণনগতি থমকে। আজ দু-চোখে’ই মাখে পরাজয়।।


চেনা রঙ গুলো তবু হাতড়ায় শেষ বিকেলের ষড়যন্ত্রে।
রোদ ছবিতে’ই কালো ছায়াটাও হাসে মন্ত্রীর গণতন্ত্রে।।


হাসে মৃত্যু। এসে ছুঁয়ে যায় প্রিয় জীবনের কথা সম্ভার।
দেখা প্রেমিকের চোখ স্তব্ধ। তবু মন করে ওঠে চিৎকার।


রাম রহিমের ভেজা রক্তে শুধু স্নান করে গেছে ইতিহাস।
তবু ধর্মের বাঁধা করিডোর আজও মুক্তির প্রিয় অভ্যাস।।


এই সময়ের মেঘে দাঁড়িয়ে শুনেছি পৃথিবীর পোড়া বাঁশি
ছেঁড়া পোশাকের নিচে রুগ্ন পৃথিবী খোঁজে প্রেম সন্ত্রাসী।।


তবু বাঁচে মন প্রিয় প্রেমিকার খোলা চুল ছুঁয়ে যাওয়া ঘরে।
ছেঁড়া শাড়িটাও আজ পৃথিবীর বুকে হয়ে গেছে আট পউরে।।


রচনাঃ ০১-০৫-২০২০ ( লেনিনগড়)