রাসেল মোদের দেশটা জুড়ে
ফুল পাখিদের ভীরে,
রাসেল আছে দুরন্ত সেই
নদ-নদীর ঐ তীরে।

রাসেল আছে ধান শালিকের
মিষ্টি গানের সুরে,
রাসেল আছে সারা বাংলায়
প্রতিটি ঘর জুড়ে।

রাসেল আছে সবুজ মাঠে
স্বপ্ন যেথায় দোলে,
রাসেল আছে বুকে বাঁধা
মায়ের মধুর কোলে।

রাসেল আমার রাসেল তোমার
রাসেল সবার ভাই,
আজ রাসেলের জন্মদিনে
শুভেচ্ছা জানাই।


বিজন বেপারী
ডুমরিয়া,ঝালকাঠি সদর,
ঝালকাঠি,বরিশাল।