কতজনম ধরে দেখা স্বপ্নাতুর দুটো চোখ
সেন্টমার্টিনের স্বচ্ছ জলে চেয়ে থাকি
সকল বিষ পিয়ে নীলকন্ঠ হয়ে
তোমাকে পাবার আশায়
স্বয়ম্ভু সাধন গভীর সাধনায়
কারণ- তুমি আমার চূড়ান্ত বাস্তবতা।
শপথের দৃঢ়তায় আলিঙ্গনে
সদ্যোস্নাত অধর ছোঁয়া পাপড়ি জলে
তৃষ্ণা মেটাব - আকন্ঠ তিয়াস
তোমার মুদে আসা চোখের আবিষ্টতায়
সকল বাঁধন ছিন্ন, তোমার স্বপ্নে দ্বিধাহীন
সসীমে অসীম সন্ধানে তোমার কায়ায়
সন্ধ্যা মালতির মৌতাত সাঁঝের পুলক
কেননা--? তুমি তো আমার পরা-বাস্তব !
চোখের নীরব ভাষায় হাজার না বলা কথা
অভিমান, রাগ, সবই তোমাকে পাবার ছল
আদিম সত্যে ডুবব বলে- তোমায় নিয়ে
সাত জনম তোমাকে নিয়ে কাটাবার অসীম স্বপ্ন
এরপরও যদি বলো "আমার কোথায় আছ তুমি"?!
আমার-অস্তিত্বের প্রতিটি কণাই তো তুমি!!