বললে তুমি-
অতিথি পাখির ন্যায়
এসেছি তোমারই জীবনে!
এসেই তোমার সব সুখ
শকুনের ন্যায় কেঁড়ে নিয়েছি।


স্রষ্টার কাছে তোমার আর্জি ছিলো
তোমারই সুখকূপে পদচিহ্ন রেখে
তোমাকে সহস্র স্বপ্ন দেখিয়ে
সেদিন- বিষাদের বিষ ঢেলে
আমি কাপুরুষেের মত পালিয়েছিলাম!
তোমার স্বপ্নের করুণ মৃত্যুর জন্য
আজ- আমি কাপুরুষ নাকি দায়ী।


তুমি বলেছিলে-
আজ তোমার তরে আমার দু নয়ন
অশ্রুজলে সিক্ত হয় কিনা?
তুমি আমাকে
এত্ত নিষ্ঠুর ভাবো কেন শুনি?
আজ আমার মন
সে পাথরের মত নেই!
আজ আমার পাথরে মনেও
ঝর্ণা প্রবাহিত হয় মনের অগোচরে।
হয়তো আমি তোমার মত
শব্দকরে অশ্রুজলে সিক্ত হতে পারিনা।
আমি যে পুরুষ
আমার কান্না নৈঃশব্দ্য কান্না!


তুমি কি জানো, আজও-
তোমার নেশায় লিখছি কবিতা,
তোমার জন্য আজও আমি কবি!
তোমায় নিয়ে সারাক্ষণ ভাবি...
তুলিতে আঁকি আজও
তোমারই অপূর্ব চাহুনির ছবি।
তোমার তরে লিখিত ছন্দছাড়া কবিতা,
হয়তো ছাপা হবে না
কোন বইয়ের পাতায়
তবুও তোমায় ভেবে লিখছি কবিতা!
তবুও বলবে তুমি ভুলে গিয়েছি?