কান পেতে আজও শুনি,
নিষ্পাপ প্রাণটির বিলাপ।
চোখে আজও আছে দীপ্ত শপথ,
জয় করার স্বাধিকার!
লিখনির বিস্ফোরণ আজ,
ধ্বংস হোক সব অন্যায়-অনাচার।
ভেঙ্গে দাও আজ,
অত্যাচারীর ঐ কালো হাত।
রুখে দাও আজ,
হিংসার আগুনে জ্বালায় যে
নিষ্পাপ প্রাণ।
সময় এসেছে আজ,
নিজের অধিকার
নিজেই কেঁড়ে নেওয়ার।
লড়াই শুধু আজ,
মাথা উঁচু করে বাঁচার।
লিখনির শেষ যুদ্ধ শুরু আজ,
এসো বিদ্রোহী এসো,
এসো সংগ্রামী এসো
আমরাই লিখিবো আজ,
অত্যাচারীর মরণ গাঁথা।