ডায়েরীর পাতায় পাতায়,
যেখানে শুধু- তুমি আর আমার;
কাব্য রচিত হতো প্রতিনিয়ত।
আজ সে ডায়েরীর পাতায় পাতায়,
উঁই পোকার বসবাস!
ডায়েরীর অভুক্ত শূন্যপাতারা,
আজ শব্দ অলংকারের বাহক হিসেবে;
শুধুই তোমাকেই খুঁজে ফিরে বারেবারে।
আজ আমার লিখনির,
কার্বনে সৃষ্ট কলমও ধর্মঘট করেছে;
শুধু তুমিই নেই বলে।
গত হয়ে যাওয়া কবিতায় আজ আমি,
তোমায় খুঁজি বারেবারে।
তুমিই যেন আজও জীবন্ত,
আমার লিখনির অক্ষরে অক্ষরে।
কোন এক কালে-
কত কাব্যের শেষটুকু ইতি টানতে;
তোমারই চাহুনি-
অনুপ্রেরণা জুগেয়েছিলো।
আজ তুমিই নেই বলে,
কত কাব্যের শেষটুকুর
সমাপ্তি ঘটে না বারেবারে।
যদি চলে যাওয়ার এতই তাড়া ছিলো,
অতিথি পাখির ন্যায় ক্ষণিকের তরে;
জীবনে এলে কেনইবা?
শূন্য হৃদয় তুমিহীন,
বড্ড ভালোই তো ছিলো!