অফুরন্ত পরিকল্পনা ছিল ছুটি'র দিন বলে


বোটে করে ভাসবো দু'জনে গাজীপুরে, রিসোর্টে
জল ও জঙ্গলের কাব্য জুড়ে,দেখবো বক পানকৌড়ি  আর মাছরাঙা'র খেয়ালি ডানামেলা
ওদের নিজস্ব ফল ফুলের বড়া,শাক ভাজা মাছ
বাঁশের কাবারি আর পাটখড়ির ফাঁক গলে বাতাসের অবাদ চলাচল, আকাশ দেখা  ঘরের মাচায় বিশ্রাম, গরাদবিহীন জানালা গলে ঝরে পড়বে প্রকৃতির
তান্ডব
মাঝে মাঝে খুঁজবো শৈশব কৈশোরর দুরন্ত স্বভাব


এটাও প্রস্তাব ছিল লংড্রাইভে পদ্মা সেতু,ফেরার পথে
মেঘনা ঘাটে যোগ দেব ইলিশ উৎসবে


সুমনের আমন্ত্রণ ছিলো উত্তরায় সুলতানে,কাবাব ঘরে
খাসির বিরানি বা কাচ্চির মহোৎসবে


ভাইয়া বিরানি ৫০℅ ছাড় ছিল এ তথ্য আর আমন্ত্রণ এসেছিল তোমার তরফে কাছাকাছি বেইলি রোডে
সবাই একমত হয়েছিল সেদিন


আমার যাওয়া হলো না, আঁটকে গেলাম পারিবারিক
অনুষ্ঠানে........


আমি এখন বাস করছি এক আশঙ্কার স্বপ্ন শহরে,
শঙ্কিত প্রহরের শব্দ  গুনে গুনে।


বসুন্ধরা, ঢাকা।
০২.০৩.২০২৪