বাবার আদর শাসন আমি
পাই নি কোনো দিন,
বাবা আমায় ছেড়ে গেছেন
বয়স যখন তিন।


তারপর থেকে মা-ই বাবা
মা-ই হলেন মা,
বাবার অভাব কোনো  দিনও
বুঝতে দিতেন না।


বাবা মায়ের পরেই আমি
যার কাছে যাই,
তিনি আর কেউ না
তিনি আমার ভাই।


বোনের অবদানের কথা
থাকবে আমার মনে,
তাঁদের পাশে থাকতে চাই
প্রতি ক্ষণ ক্ষণে।


তাঁদের কাছে ছোট্ট ছিলাম
ছোট্টই যেনো থাকি,
তাঁদের আদর শাসনের কথা
সব সময় মনে রাখি।