কথার পিঠে বসছে কথা,
ধড় আছে তার নেইকো মাথা
মরলে মানুষ কি আসে যায়
ত্রিপাদ পেলে ঘুরে দাঁড়ায় !!


দশলাখি লাশ হাজীর কলে  
পাঁচের এক হয় মরলে মালে  
ধর্মশাস্ত্রের অধ্যায়নে বিল পাশের ছলাকলা  
মানবতার উন্নয়নে বরাদ্দ ! সেই শূন্যঝোলা।।


জল আমার, মাটি আমার, দোষটা শুধু নয়
তিশ নাম্বারি রসায়নে সব গেছে গোল্লায়
নয়-ছয়ের কে চায় হিসাব, অনেক আছে বাকি
গণতন্ত্রেই করব নিকেশ, একটুও নেই ফাঁকি।।


ফাঁদের সুতো সুক্ষ্ম অতি, গরীব গুর্বোর পাক
বি পি এলের পাতার নিচে, বড় সড় ঝাঁক
বন্যেরা বনে খুশি, মানুষ খুশি নোটে
স্ট্রাটেজিটা বুঝতে হবে, মিথ্যে নয়তো মোটে।।


এক পায়েতে খানিক ঝাপসা, নয়রে কথার কথা  
দুই পায়েতে নড়া-চড়া, অশরীরী গোনে মাথা
ত্রিপাদেই জমছে খেলা, টেরা চোখের হাসি
ব্রহ্মা-বিষ্ণু উর্বশীতে ধন্য, শেষ যাত্রার বারাণসী।।  


  
০৩.০৫.২০১৭
কলকাতা – ১৪৯