শ্রাবণী পুর্ণিমা রাতে মন, মেঘেদের খেলা দেখে
হাসি মাখা আকাশ, সহসা অভিমানে ঢাকে
উড়ে আসা জল ভরা শ্রাবণ মেঘে, ক্ষণিকে ক্ষণিকে
জীবনের প্রতিদিনের নাটকীয় মান-অভিমানের আঙ্গিকে।।


একলা, রাত গভীরে উদাসী মন, খোলা জানালায়
নব যৌবনার নিটোল দ্যুতিতে মুগ্ধ, আবেশ ময়
অপলক, সময়ের রাত জাগা চোখে, প্রেম আসে
ভুলে থাকা ভাবনায়, শ্রাবনের ছেঁড়া ছেঁড়া মেঘে।।


ফেলে আসা সৈকতে দুরন্ত ভাবনারা উল্লাসে মাতে
যদি সে হাসি মুখ সহসা বলে, আছি গো, আছি তোমাতে
সুখেরা মনের দরজায় কড়া নাড়ে, অবক্ত্য অস্থিরতায়
মন চায় এ মিলন দীর্ঘ হোক, ভরে যাক শ্রাবণী পুর্ণিমায়।।


রাত চরা পাখী যদি জানতে চায়, এ মনের গোপন কথা
চুপি চূপি বলে দিই, ফিরে যাও, শুধিওনা আজ কোন ব্যাথা।।