সঙ্গ দোষে নষ্ট পাখি, নিজ ধর্ম বোঝেনা
যতই তারে শেখাও সংযম, কোন কথাই শোনেনা
সঙ্গ দোষে নষ্ট পাখি, নিজ কর্ম বোঝেনা
সে করছে নকল সর্বক্ষন, নকলেই তার বাসনা  
সঙ্গ দোষে নষ্ট পাখি, পরাধর্ম ভয়াবহ এটাও সে বোঝেনা।।


সে লোভের রসে প্রলাপ বকে,  মনের মাঝে যন্ত্রনা  
সঙ্গ দোষে নষ্ট পাখি, নিজের ভালো বোঝেনা
সে উড়তে চায়না, নড়তে চায়না, রোগের কথা অজানা
সঙ্গ দোষে নষ্ট পাখি, মনের কথা বলেনা
সে সকাল বেলায় ঘুমায় দাঁড়ে, বাড়লে বেলা জাগে
সঙ্গ দোষে নষ্ট পাখি, বোশেক দেখে মাঘে ।।


তারে কবচ দিলাম, তাবিজ দিলাম, দিলাম ভালোবাসা  
সে পাখি হয়না আপন, মন করোনা আশা ।।


সোনারপুর
২৯.০৫.২০১৭