নিশুতি রাতে ভাঙত কি ঘুম নূপুর না বাজলে
সখি আসিতে কি তুমি, ঘনঘোর মেঘ না ডাকলে  
বাতাসেরা বোলেছিল সন্ধ্যায়, তবু মানতে তা পারিনি
টিনের চালায় নিশীথে বাজাবে নূপুর, তা মনে ভাবিনি।।


তুমি এলে, পথে পথে হাজার বাধা পেরিয়ে, গান শোনালে
আমি ধন্য হলাম, স্বপনে এসে জল রঙে কত ছবি আঁকলে
বিছানার কোলে একেলা জাগি, শুনি চপল চরণে ছন্দের সুর  
এখনি নিওনা বিদায়, থেক কিছুক্ষণ, বাকি রাত হোক সুমধুর ।।


ভেকেরা এখনো দেয়নি সাড়া, ঝিল্লির ডাক আসেনি  কানে
দোপাটিরা হয়ত ঝরেনি এখনো, দুর্বা জাগেনি মনের উঠানে
রুক্ষ ধরণী তোমারে চায় আপন করে, সবুজ চায় বুক ভরা শ্বাস
থেকে যাও সখী রুক্ষ এ হৃদয় জুড়ি, রজনী অন্তে হবে সহবাস।।  


১৫.০৬.২০১৭
সোনারপুর