বর্ণ আর কর্ণের সম্পর্ক কখনো মধুর কখনো নয়
মুলে সেই যাদুকর; অভ্যাস, মানুষ মাত্রেই অভ্যাসের দাস
আচার বিচার পাল্টে যায়, মহাজ্ঞানী মহাজন অভ্যাসেই হয়
বর্ণ আর কর্ণের সম্পর্ক  কখনো মধুর কখনো নয়।
কোনটা বাছবে সত্য মিথ্যা ? যেটাতে অভ্যাস সেটাই রয়
বাধা নেই যেটাই বাছো প্রমাণে যেন না ওঠে নাভিশ্বাস
বর্ণ আর কর্ণের সম্পর্ক কখনো মধুর কখনো নয়
মুলে সেই যাদুকর; অভ্যাস, মানুষ মাত্রেই অভ্যাসের দাস।


সোনারপুর
৬/১২/২০২৩