ভাগের সেবক, ভাগের বাহক, ভাগেই জীবন বাঁধা
ভাগেই শান্তি, ভাগেই মুক্তি, ভাগই মনের কথা
মুখে মুখেই সহবস্থান, ছল চাতুরীর সুক্ষ্ম হিসাব মেলা
কে জিতবে দান, আলো আঁধারে, গরীব গরীব খেলা।।


মুক্তি কিসে, কোন দিবসে, বোকা বোকা প্রশ্নগুলো ঊঁকি দিয়ে যায়
সবুজ ক্ষেতের ভরা ফসল, না জানি কোন অছিলায় পঙ্গপালে খায়
কারো চোখে জল, শূন্য বুক,  হাহাকার করে দিবস রজনী ব্যাপি
রঙ বদলায়, মানুষ মরে, খুঁজে ফিরি কোন মহামারি খুলেছে ঝাঁপি!!


বিদ্রোহী মন, ঠোঁট টুকু নড়ে, তবুও ভাগের সেবক হয়না ব্রাত্য  
পেশী শক্তির অমোঘ নিদান, মেনে নিতেই হয়, জলবৎ সত্য
পক্ষে, বিপক্ষে চিৎকার, ছেঁদ যুক্তি, তলে-মুলে সে নেই, ত্যাগ
ভাঙা আয়নায় খণ্ডিত অবয়ব, সেও হাতে পেতেচায়, ভাগের ভাগ।।  
  
১৭.০৫.২০১৭
সোনারপুর