আচ্ছা, জীবন কি এমন হয় ? হাসি নেই সবেতেই সিরিয়াস
কারো কপালে যদি  এমন ঘটে,  পাতলা ঠাট্টাতে ও ভিসুভিয়াস
দিন রাত সব এক, অস্থির বাতাসে ছিন্ন শান্তি পাশাপাশি পরবাস
শুভ্র সকাল বা শরত সন্ধ্যায়, খাবার টেবিলে  বয় ঝড়ের দীর্ঘশ্বাস ।  


গোঁ এর পোঁ ধরতে ধরতে বরবাদ ভাব, দায় মেটানোর অঙ্গীকার
রঙ্গ মঞ্চের সব আসন ফাঁকা, তবুও চিৎকারে তুলকালাম বার বার
জীবনের সাজঘরে রঙের আড়ালে থাকা মুখ, তাতেও নেই নিস্তার
অসীম সমুদ্রে কিছুই যায় না বোঝা, শুধু জল আর জলের বিস্তার।


অগোছালো ভাবনার পাতারা উড়ে যায়, দাপাদাপি করে ক্রোধে বাতাস
নিশ্চল মন শীত ঘুমে আচ্ছন্ন, বোবার শত্রু বোবা নিজেই, চাপা শ্বাস
ভাবনার ভুলে ক্ষয়ে যাওয়া সময় জলরঙে আঁকে অতীতের প্রতিভাস  
কোন হিসেবেই মেলে না উত্তর, ভীষণ দূষণ জীবনকে করে পরিহাস।  
  
সোনারপুর
৭/১০/২০২৩