খুব বেশিদিন নয়, এইতো মাত্র হাতে গোনা কয়েকটা মাস আগে
নানা কথায় উপদেশে দেশ বিদেশে চলছিল বেশ গরমা গরম কলরব
কাটা ছেঁড়ায় যুক্তি তক্কে কে কাকে ছাপিয়ে যাবে পাল্লা দেওয়া হল্লা সব
ধরতে বললে বেঁধে আনার জাল ফেলতে কোমর কষে জ্ঞানী গুণীর দল
জল মাপতে গোয়েন্দা কুলে জোয়ার লাগে, ঠান্ডা ঘরে রাষ্ট্র নায়কদের ঢল
সুতো ছিঁড়ে সূত্রের খোঁজে নতুন দড়ির পাক, নীল নক্সায় সম্ভবনাময় দাগ
নেটিজেনদের মুঠোয় ধরা প্রমাণ প্রলাপ, সবিস্তারে ধর্মাধর্ম জ্ঞান ওষধির ভাগ
নতুন দিনের ম্যানেজমেন্টে হাইপ্রোফাইল যুক্ত হোলো, বিজ্ঞাপনে বিকেন্দ্রীকরণ
কে করবে বাজার দখল, কার কতটা অগ্রগতি, চোখের সামনেই বিবরণ
তবে কি চিচিং ফাঁকের দরজা খুলে লক্ষ্মী এলেন ঠান্ডা ঘরে, ভাগে ভাগে !  


আদিম সভ্যতার কথা বাদ থাক, কারণ তখন উদর পুরনই ছিল মুখ্য ভাবনা    
যা কিছু কর্মকান্ড সবই ছিল বাঁচার তাগিদে, লক্ষ্মীর কথা জানাই ছিল না
সময় থেমে থাকেনি, পরিবর্তনের অবিরাম স্রোতে তীক্ষ্ণ হয়েছে অভিজ্ঞতা
কালের বহু ভাঙা গড়া ইতিহাসের সাক্ষী হয়েছে, ধীরে দীপ্ত হয়েছে মেধা
কাজে লাগিয়েছে তার অনেকটাই সভ্যতার কল্যাণে, কিছুটা ক্ষমতার লোভে  
তবুও এমন নগ্ন অসভ্যতার চিহ্ন নেই ইতিহাসে, যেখানে তাবত বিশ্ব স্তব্ধ শোকে
মানুষের সমস্ত ভাবনা করে দাও একমুখী,  বন্ধ করে দাও শিক্ষার দরজা
পূঁজির আস্ফালনে স্তব্ধ করে দাও বাঁচার লড়াই, বদ্ধ কূপে চলুক যাপনের তরজা
মানুষ বাদে আর সব কিছু থাক অক্ষত, ধীরে পঙ্গু করে দাও সকল শুভ চেতনা
পুঁজিই ঠিক করবে আগামীর আবেগ জন্ম মৃত্যু, নিখুঁত স্ট্রাটেজি, মনে হয় না !          


তরঙ্গের পর তরঙ্গে  বিধৌত পৃথিবীর তটভূমি নির্বিকার, কিছু খড়কুটো ভেসে যায়
হৈচৈ হয় – গেল গেল রবে ক্ষনিক অথবা সময়ের আবহে মাত্র কয়েকটা দিন
শোকের চেয়ে অবচেতনে নিজেকে সুস্থ রাখার প্রয়াস নয় নিতান্ত যুক্তিহীন  
চক্রান্তের উৎস সন্ধানে দুনিয়ার নামী গোয়েন্দার দল নিশ্চয়ই করবে সমাধান
আশা ছিল,  সাধারন মানুষ ভেবে ছিল শতাব্দীর ঘৃণ্য দুর্যোগের হবে অবসান
কিন্তু সাধারনের জানা ছিলনা বিজ্ঞান আজ পূঁজির পৃষ্ঠপোষক, পুঁজিই সবের নিয়ন্ত্রক  
রাজনীতি, সমাজ, ধর্ম ভাবনা সবই পূঁজির অধীন, পূঁজির নির্দেশ নয় নিরর্থক  
গতানুগতিক রাস্তায় পূঁজি বৃদ্ধির হার সঙ্কুচিত, নতুন পথের সন্ধানই পূঁজির ধর্ম  
বেশি মানুষের জন্য যা কিছু অমঙ্গলের সুচক, পূঁজির বৃদ্ধির পক্ষে তাই সুরক্ষিত বর্ম
দুনিয়ার তাবত সমীক্ষা, উদ্ভাবন, নিয়ন্ত্রন ব্যবস্থার অক্ষে পূঁজির নির্দেশই শেষ কথা
শুনতে যতই খারাপ লাগুক প্রজনন থেকে মরণ অবাধ বিচরণ, কোথাও নেই বাধা
আক্ষরিক নয়,  সভ্যতার শ্রেষ্ঠ শত্রু পূঁজির সামনে নতজানু মানুষ, জীবন ভিক্ষা চায়।  
  
সোনারপুর
৫/১/২০২২