হেঁসেল নাকি কারখানা ! বুঝতে বুঝতে মাথা খানাই জেরবার
বিজ্ঞান আর বিজ্ঞাপন কেরামতি কার বেশী তর্ক চলছে চমৎকার
সংবাদ পত্রের পাতাজুড়ে নানা নকশা, কড়া পাতিলের নো কারবার
দশ মিনিটেই পঞ্চ ব্যাঞ্জন তৈরি, কাজটা নাকি কৃত্তিম বুদ্ধি মত্তার
  
বিজ্ঞাপনের নকশা দেখে মন নাচে, সত্যি ! এমন আবার হয় নাকি    
মাথার ভিতর চক্কর কাটে, ভেলকি লাগে পাতা উল্টে যত দেখি  
আমিষ নিরামিষ মোগলাই খানা সব পাকাবে এক সাথে !
বোতাম টিপলেই মাছের ঝোল কোপ্তা কাবাব বিরিয়ানি পড়বে পাতে।


অনলাইন বা বে-লাইন দামের আগে বড় সংখ্যায় ছাড়ের কথা বলা    
বিজ্ঞাপনের কাঁধে চড়ে বিকোয় বিজ্ঞান , মজার হাটে ধোঁকার খেলা  
অঙ্কগুলো গোলমেলে সব, একটা নিলে একটা ফ্রী চারটে তে কত ?
মিলিয়ে হিসেব ক্যাবলাকান্তর কোমরে হাত,  খুঁজে বেড়ায় সুতো।


সম্বিত ফেরে দিনের শেষে, তবুও ঘোর কাটে না, চলছে বুদ্ধির জোচ্চুরি  
সমাজ সংসার নির্বিকার, দিনের মত সত্য হলেও না জানার ভান করি
চোর বাটপাড় দল বেঁধেছে, চুলকে ছাল উঠলেও বলতে হবে সুরসুরি
পানি উঠেছে নাক সমান, পারছে না বলতে কেউ কোথায় আছো হরি ?  


সোনারপুর
৩১/১০/২০২৩