আগলে রাখি দুঃখ গুলো যেন যক্ষের ধন
সুখেরা ক্ষণস্থায়ী, অসময়ে হয় না প্রিয়জন
অসহায় বিষণ্ণতায় দুঃখ গুলোই সাহস যোগায়  
জীবন পথে সঙ্গী হয়ে পথের আঁধার কাটায়
নির্দেশে তার চেতনা ফেরে সুস্থ করে যাপন
আগলে রাখি দুঃখ গুলো যেন যক্ষের ধন।


কোথায় ছিলাম কোথায় আছি, হিসেব ভীষণ জটিল
সময় স্রোতের কাল পেরিয়ে ঠিকানা তার অমিল
টিকে থাকার ভাঙা গড়ায় মেলে না রেওয়ামিল
যাপনের পুতুল ঘরে সেইতো নায়ক; গরমিল।


কাল যে ছিল আজ নেই সে, নয়গো কেউ আপন
সময়ের নিঠুর খেলায় কেটে যায় সুখের বাঁধন
সুখেরা ক্ষণস্থায়ী, অসময়ে হয় না প্রিয়জন
দুঃখরা যায় না ছেড়ে আগলে রাখে সারা জীবন।
  
সোনারপুর
২৮/০৬/২২