কাছাকাছি থাকব বলেই তো
সীমাহীন দিকচক্রবালের আনাচে কানাচে চক্কর
সময়ের সুক্ষ হিসাবে না গিয়ে, ছড়ানো তেপান্তরে উদাসী মন
স্রোতের আনন্দ বুকে ধরে কালান্তরে ভেসে চলে জীবন
জেনেও,  যেতে যে হবেই, এ শরীর নহে অবিনশ্বর ।।


কাছাকাছি থাকব বলেই তো
সব ফেলে তোর বুকেই মাথা রাখি বারবার
ফিরে পেতে চাই অবুঝ শৈশব থেকে লাজুক কৈশোর
গোপন রহস্যের গন্ধে চঞ্চল যৌবনের পল্লবিত বাহুডোর
বাসনার মাদকতায় সভ্যতার অলৌকিক সীমানায় দরবার ।।


কাছাকাছি থাকব বলেই তো
মুঠি ভরে তোর শরীরের গন্ধ জমিয়ে রাখা
সোহাগের শিশির কণায় আমিকে ডুবিয়ে জেগে থাকা
নিষিদ্ধ রাতের পাতায় পাতায় তোর অভিসারের ঘোর
রাত জাগা পাখির পালকে স্বপ্ন দেখা, কখন হবে ভোর।।