কেউ বলে বেশ আছি, কেউ বলে ভালো
যাচ্ছে দিনটা কেটে, আর কি চাই বল...
রাজনীতি ধাতে নেই, মিথ্যাও সয়না
সবাই হাতিয়ে নেয়, যেন কেউ কিছু বোঝেনা
ফাঁদে পড়ে ঘুঘু ডাকে, নাকি মন্দের ভালো
ঝুলিয়ে দেঁতো হাসি, শুধিয়ে যায়, চাচা কেমন আছ বল...।।


প্যাঁচে প্যাঁচে দিশেহারা, মনে মনে যন্ত্রনা
কাকে বলি মন খুলে, কেউ তো শুনবেনা
নগ্নতা আধুনিক, মৃত্যুও নাকি এক কাব্যিক
জোচ্চুরি, ঠগবাজি, সব নাকি ধারাবাহিক...।।


কালো কাঁচে দেখে কেউ, কেউ চোখ বুজিয়ে
ইশারায় বলে যায় চাচা,  মাল ছাড়ো, রেখনা ঝুলিয়ে
চাচা মলে চাচী কার, উপরওলাই তা জানে
মায়া, সবি মায়া, ভালো থেক, কষ্ট পেয়না মনে
স্বর্গের রথ আছে, কাঁচে ঘেরা -  লাগলে তা বল
নিশ্চিন্তে চলে যাও কাকা, ভালো থাকবে, খুব ভালো...।।