তিল তিল করে জামানো অনেকটা স্মৃতি নিয়ে বসে আছি
সময়ের থেকে দ্রুত ডালপালা ছড়ানো প্রকান্ড গাছটার নিচে
যে সময়কে চিনেছে নিজের মত করে, হয়ত ভালোবেসে
সময়ের ঘুর্নিতে ভেঙেছে পাড়, এগিয়েছে সময়ও, অনেকটাই  
তবুও দাঁড়িয়ে আছে, সব অস্থিরতা সয়ে উপেক্ষার সরলতায়
আগলে রাখার অদম্য ইচ্ছার আবর্তে, নিরুত্তাপ নিবিড়তায় ।।


বসন্ত বাতাসে যখন রঙিন হাসিতে ভরে বনানী, দিগন্ত রেখা
ফসিল হয়ে যাওয়া স্বপ্নগুলো বেরিয়ে আসতে চায় হড়কা বানে  
নিরাশার পাথরের পাশ থেকে উঁকি দেয় সদ্য জাগা দূর্বা
আসলে যে বীজ মাটিতে মিশে আছে সেতো মাথা তুলবেই।
এ কোন গল্প নয়, ঐ গাছটাই সব জানিয়ে দেয়,
তিষ্ট তিষ্ট ক্ষণকাল, হে অতিথি, সত্যগুলো জেনে যাও
কিছুই হারায় না ধরণিতে, বার বার ফিরে ফিরে আসে
নব কলেবরে, নব আলাপে, নব সুরে, নব সম্পদে।।