কাপড় জামায় ভদ্র সবাই স্বেচ্ছাচারের আঁস্তাকুড়ে
দেশ সেবকের মুখোস পরে মত্ত সবাই অহংকারে  
গণতন্ত্রের বোঝা বয়ে, ফেলছে মানুষ চোখের জল
চ্যালা রাজেই চলছে দেশ, আশ্চার্য এক গ্যাঁড়াকল
আহার বিহার গুন গানে, চ্যালাই করেন কেল্লাফতে
ভোটের এখন অনেক দেরী, কান দিওনা জনমতে
নেই পরোয়া কোন মতেই, মুখে দম্ভভরা আস্ফালন  
আমআদমির রক্ত চুষে, মঞ্চে ভেল্কি দেখায় দুঃশাসন  ।।  


ভোটেই মোক্ষ, ভোটেই সখ্য, গণতন্ত্রের আসল স্বাদ
গরীব-গুর্বোর মহান ভক্ত, এক চালেতেই কিস্তি মাত  
স্বাধীন দেশে আঁকড়ে গদি ইচ্ছে মত সাজান ঘুঁটি    
যেমন খুশী আমোদ প্রমোদ, আমজনতার চেপে টুঁটি  
কেউবা পাপা কেউবা চাচা, ঘুম ছিলনা কারো চোখে
যে যার মত পথ দেখালো, বেহাল দশায় মানুষ কাঁদে
মিথ্যা কথার ফুলঝুরিতে, আজো অবাদ চলছে শোষণ
একই মুদ্রার দুই পিঠেতে, হাসে দুর্নীতি আর প্রশাসন ।।


১৯.০১.২০১৭