ঝির ঝির ঝুপ ঝুপ বৃষ্টি নেমেছে
যে যার সাধ্যমত আস্তানা খুঁজে মাথা বাঁচায়
কেউ কেউ ছাতার নিচে আড় চোখে দেখে নেয়
চারপাশের আধভেজা - পুরোভেজা মুর্তি গুলো
কেউ কেউ আপন মনে রবীন্দ্র নাথের ভরসায় চলে
চলতেই হয় যে, থাকতেই হয় সময়ের খেয়ালে।।


টেলিভিশনের রিমোট হাতে বাহ্যজ্ঞান শূন্য দর্শক
মনে করার চেষ্টা করে, আরে! আগের স্বামী কোথায় গেল
এটা আবার কখন এল ? বা,  এর আগের স্ত্রী খুব ভালো ছিল
বউ কে হেনস্থা করার জন্য শাশুড়ীর দল, ক্ষমতা রাখার লড়াই
প্রচূর ঠাকুর দেবতা পীর পয়গম্বর, ভুত প্রেত, সবেতেই
প্রকৃতির ডাক উপেক্ষা করে,  বিজ্ঞাপনের ব্রেকের অপেক্ষায়
ওষুধ চাইছে, তাও কানে যাচ্ছেনা, সিরিয়াস দৃশ্য চলছে।।


সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত্রি - চলছে পালক ঝাড়া
ঝাড়া দিলেই বৃস্টির জল সব সাফ, আবার ফ্রেশ
পালক ঝাড়া চলছেই, সব দোষ স্খালনের
কে কাকে বলে, কেইবা পিছিয়ে পড়তে চায়
সিঁদুর পরার, প্রেগন্যান্ট হবার ধুম গল্পের প্লটে প্লটে
সহবস্থানের গল্প নেই, ভাগ চাই, সবচাই, ঝাড়া দিলেই
আবার ফ্রেশ, আবার নূতন, জনারণ্যে সফল বিপণন।।