মন, পোশাক বদলে পারবি কি জীবনের ধর্ম পালতে
মজে যাওয়া খাঁড়ি কি পারে নদীর নাব্যতা মাপতে
অনেক দূরে থাকা চাঁদ যদিওবা নদীর বুকে ভাসে
সে কি জানে জোয়ারের নদী কাঁদে নাকি হাসে !!


মন, পোশাক বদলে পারবি কি জীবন কে জানতে
প্রখর দহনে যখন প্রতিটি বালুকণায় অগ্নি বলয়
পোশাক বদলে বৃথাই খুঁজে মরিস শান্তির আলয়
জীবনের সবুজ পাতাগুলো যখন প্রাণভরে হাসতে চায়
বিভীষণ মৃত্যুর ছায়া দেখি প্রতি পলে চোখের তারায় ।।


মন পারবি কি, সব ভুলে শব হয়ে ঘুমাতে কালের কোলে
জীবনের শিকড়ে শিকড়ে আশার মীড়, তবুও হেরে যাওয়া
শত অনুযোগের বৈভবে ধীকৃত জীবনেও পিছু টানে মায়া
স্মৃতিভার, সেও অহরহ নাড়া দিয়ে যায় সুজানে বিভাগে
হবে কি জ্বালার অবসান ! নাকি ভিক্ষা শান্তির,  বৈরাগ্যে।।