রাত্রি - তোমার নৈসর্গকিক মৌনতা হৃদয়ে জোয়ার আনে
তোমার পুষ্ট অধর ছুঁয়ে ছুঁয়ে খুঁজি অতীতের রেশ
জীবনের পর্দা সরিয়ে খুঁজি তোমার দীর্ঘ ছায়ার শেষ
এইভালো, তোমার সাথে গল্পে গল্পে কাটে প্রহর
নিশ্চুপ ভালো লাগায় পেরিয়ে যাওয়া পথ, দেখায়না ওজর
তুমি কি আরো দীর্ঘ হতে পারোনা ! তোমার ললিত কলায়
একটুকু শান্তি চেয়েছি, সুখ নয়, জারিত হয়নি মন বাসনায়
কেউ সন্দেহ করার নেই, তুমি জান, আর এই মন জানে।।


খোলা আকাশের নিচে, ঘুমন্ত গাছ গাছালির মাঝে কান পাতি
আরো কেউ জেগে আছে কিনা খুঁজি, অধীর অপেক্ষায়
আরো কেউ কি জেগে আছে, কাটছে কি দাগ ভাবনার পাতায়
তুমি কি জড়িয়ে আছ আমার মন পেরুনো, স্বপ্ন দেখার মাঠে
তুমি কি জড়িয়ে আছ কাকচক্ষু জলে, পদ্ম দীঘির ঘাটে
আর কেউ তোমায় খুঁজছে কিনা, নিঃশব্দে চুপি চুপি দেখি।।