মালতী, দিনের শেষে ফুটলে যখন সন্ধ্যাবেলা
সারা রাত খুশী থেক চাঁদের সাথে ভালোবেসে
হিমেধোয়া জ্যোৎস্না মেখে নিজেকে আগলে রেখে
মিলব তোমার সাথে রাত পোহালে সকালবেলা ।।  


সোনা রোদের আলতো ছোঁয়ায় ভাসলে পুষ্ট অধর
সবুজ ওই ওড়না মাঝে খুঁজে নেব বুকের মধু
পথ হারানোর নেশায় মেতে খানিক ভালবাসব শুধু  
গুন গুনিয়ে গান শুনিয়ে ভাঙ্গাব নিশির বাসর ।।


প্রতিদিন আসব আমি সোনা রোদ পাখায় মেখে
হয়োনা লজ্জাবতী,  ওমুখে সবুজের ঘোমটা ঢেকে
ব্যাথা তোমার হালকা হবে জুড়ালে বুকের জ্বালা
নূতন করে ফুটবে কুঁড়ি আরো এক সন্ধ্যাবেলা।।