দৃষ্টির আড়ালে ভাগ্য যখন অলক্ষ্যে হাসে  
চেতনার রং ফিকে হয়ে যায় জীবনের ক্যানভাসে
মনের সবুজে ধূসর ছায়া প্রাণহীন অবকাশে
আলোর আভাস ঢাকা পড়ে যায় নিষ্ঠুর পরিহাসে ।।


ঠিকানা যেখানেই হোক, ভালোবাসা থাকে যেন
নিদারুন দাহে ধূলোঝড়ে, কভু সুখ আসেনা তা মেন
আলোর আশায় প্রতিক্ষন কাটে অযুত আঁধারের আবাসে  
নক্ষত্র আলোয় টুটিবে কি আঁধার, দেখি যদি ভালোবেসে।।    


হারানোর নেই ভয়, হয়নি যা দৃষ্টি গোচর, নিস্তব্ধ চরাচরে
অস্তিত্ব হীন অবয়বে যাপি কাল, খুঁজিয়া চলেছি যাহারে
নিরুত্তাপ হাসি কি আনে সুখ,  বিষণ্ণ জীবন পারাবারে
শত দল মেলি নিঃস্ব জীবন পদ্ম, বেদনার খেলাঘরে ।।