ঘুমের মাসি ঘুমের পিসি, যার আছে সে ভীষন খুশি
ঘুম রেওয়াজ নয় কথার কথা, যার নেই তার মাথা ব্যাথা
ঘুম রেওয়াজে ফুলশয্যার রাত, নববধূর ডাকছে নাক,  বাজিমাত
কাঁটার দাহে নব্যযুবা, এপাশ ওপাশ,  কাটে ফুলশয্যার বাত।।


প্রথম রাতেই ঘুমের জ্বালা, শুকায় সাধের ফুল মালা
ঘুম রেওয়াজে ডাকছে নাক, ভালোবাসা চুলোয় যাক
কি দেখিলাম কি শুনিলাম, এ গুণের কথা জানে কজন
কি ফলিল নসিবে মোর, দিবা রাতে ঘুমের ভজন !!


দিন রাত্রি বছর মাস, পার হয়ে যায়ে যে যার মত
হাল ফেরেনি এতটুকু, দিনে দিনে বাড়ছে ক্ষত
যৌবন গিয়ে হল বুড়ি, হারায়নি সে ঘুমের ঝুড়ি
বিছানা পেলে হুঁশ থাকেনা, চুলায় পোড়ে ভাতের হাঁড়ি।।


বছর গিয়ে দশক পেরোয়, ঘুমের দেশের দুয়ার খোলা
মনের কথা হয়েছে ফসিল, আজো যা হয়নি বলা
ঘুমের রেওয়াজ সব নিয়েছে, পথের শেষেও হায়-হুতাশ
কোন দোষেতে হল এমন, জীবন খানাই সর্বনাশ।।