ভাবনার ক্রিস্টাল গুলোকে একসাথে সাজিয়ে স্বপ্ন দেখা
ফিরে ফিরে দেখা সৃষ্টির রুপ, হয়ত ছিল যা গোমড়া মুখে
যন্ত্রনার বুদ বুদ গুলো মুক্তির আনন্দে নিরাকারে মিশছে সুখে  
কবিতার পাখায় ভর করে এক মুঠো রোদ্দুর, বৃষ্টি চাইছে
জীবনের গোপন কুঠুরীর আলিঙ্গনে থাকা হাসি, কান্নার বাঁকা রেখা।  


এখানে কষ্ট গুলো বিদ্রোহ করে, বিদ্রুপের সহাস্য সরলতায়
জলে, স্থলে কোথাও থামেনা সে, নিদারুন অস্থিরতায়
পরিণত বাস্তবের পথে পথে তপ্ত বালুকা রাশি জ্বলে ক্রোধে
ভাবে ভালোবাসা কারে কয়, ভালোবাসে কি তবে নির্বোধে !!


মনসা ভাসানের সুরে, ছন্দের রুপে রসে ফেরে আকুতি
অভিমানে হারানো রাতের শেষে, নব আশে খোঁজে প্রভাতি  
হৃদয় নিঙাড়ি অঞ্জলি ভরি কোথাও  দৈবের ত্বরে দান
আশার সোপানে বসি শুনিতে চাহে মন,  ভুলে যাওয়া গান ।।


ভাবনার বাঁকে বাঁকে অজস্র রং নিয়ে অপেক্ষায় থাকে সৃষ্টি
ভাঙা গ্লাসের টুকরো কাঁচে দেখে ভবিতব্যের অনাবৃস্টি
উথাল পাথাল চিত্র লেখায় ভরেওঠে মনের ছেঁড়া ক্যানভাস
প্রেয়সী কবিতা,  বার বার এস  হৃদয়ে, হলেও স্রস্টার সর্বনাশ।।