উদলা আকাশ পেয়ে খেয়ালের পাখামেলে,
হারিয়ে যেতে যেতে মাটির কথা কে বল মনে রাখে  
রিমঝিম গোধুলীতে সন্ধ্যা নামার আগে,
মুঠো মুঠো হাসিতে দিনের রেশটুকু ধরে রেখে।।


কেজানে কটাদিন বৃষ্টির ফোঁটাগুলো ঝরবে,
সাগরের কণাগুলো ইচ্ছে বাতাসের বুকে ভাসবে
হেমন্তের মেঘে মেঘে হটাৎ আলোর রেখায়
শালের পাতায় পাতায় টুপটাপ ছন্দ জাগবে।।


বিষাদের আলপনা যদি মুছে যায়, হলেও সে কল্পনা
সবভুলে সুনীল আকাশ নীড়ে গড়ি ছোট্ট বাসা
স্বপ্নের আলোয় সাজাই, সাতরঙা ভালোবাসা
খুশির নুপুরে বাজুক আরো এক গোধুলির ব্যাঞ্জনা
ধুয়ে যাক বিষাদ গরল, সন্ধ্যায় হলেও তা মন্দ না।।