কার কথাটা রাখবি মাগো, কোনটা দিবি ফেলে
কোনটারে মা ধরবি হাত, কারে নিবি কোলে।।


মা মা করে ডাকছে সাবাই,  ভিন্ন ভিন্ন বায়না
সব্বাই চায় জলদি ফল, তর যে কারো সয়না
দাবীর মূল্যে, দানের মূল্য, করছে ভিক্ষা কর জোড়ে  
ঠগ বাজিতেও হতে সফল, করছে মানত দম ভরে।।  


ভাইয়ের বুকে চালিয়ে ছুরি,  বোলছে তোকে কর দয়া
মামলাটা এবার দিস জিতিয়ে, নেই কি তোর একটু মায়া
ছেলের দখল রাখতে হাতে, আরেক মা বউ তাড়াতে বাঁধছে ডুরি  
পুঁটিটার হলে বিয়ে হৃস্টপুষ্ট ঘরে, তোকে দেবে লাল শাড়ী ।।


কার কথাটা রাখবি মাগো, কোনটা দিবি ফেলে
কেউ নয়তো সতীনপো, সব্বাই তোর আপন ছেলে !!