বোল্লে কথা দোষের হবে, বারোমাসে একই রেয়াজ  
ভাবনা গুলো বুদোর ঘাড়ে, শিক্ষা-দীক্ষা ছুলছে পেঁয়াজ
নয়যে কিছুই দূরে দূরে, অন্ধকার তেপান্তরে, হাত বাড়ালেই আলাদীন  
জীবন এখন কানায় কানায়, ফেনিল অর্থই রাস্তা চেনায়, বিরামহীন।।


সভ্য মানেই দমকা হাওয়া ?  যাচ্ছে ভেসে ভাগাড় জুড়ে
স্রোতের কি দোষ, মাটির বাঁধন আলগা হলে, ভেসে যায় প্রবল তোড়ে
আধুনিকতার কিযে মানে, হরিই জানে, কোথায় মাত্রা, কোথায় লয়
কোন আলেয়ায় ডাক দিয়েছে, ছুটছে মানুষ – জীবন শুধুই অর্থ-ময়।।  


সংস্কৃতির ব্যাকরণে নষ্ট সময়, ঠারে ঠোরে বোবায় বলে, বিত্তবানেই জানে  
পাখির ছানা মেলছে পাখা, মাদক মাখা নীল ভুবনের অমোঘ টানে
শান্তি নাকি স্বস্তি !  কে আছেগো এখনো জেগে, খুঁজবে কেবা অন্ধকারে  
কাজের মাসি, কাজের পিসি জগত চেনায়, অর্থ জোগায় রোজগেরে।।


থাকব একা, খাব একা, ফুর্তির প্রাণ খোলামাঠে, কোন দায়েতে সবার সাথে
চটকদারি সব কিছুতেই, পূজো পায় বোতল দেব, দিন-দুপুরে-সন্ধ্যা-রাতে    
আলগা আদর, ঘরের বাঁধন, ঘরের ব্যানন সব কিছুই যে তিক্ত আজ
মনের রসদ বিঞ্জাপনে, হোটেল-বারে, কোন কিছুতেই নেইকো লাজ।।


কোনটা শালীন, কোনটা কালো, কে মেনেছে,  কোন কালে  
জীবন হয় জৌলুষহীন, যদি বরাদ্দ না থাকে অন্তরীক্ষে, স্থলে, জলে
এক পথেতে না কুলালে ?  ডাইনে-বাঁয়ে-আগে-পিছে দৃষ্টিপথে হাজার পথ
জীবন মাত্র কয়েক দিনের! বাঁচার মানে খাও-পিও !! কে বলেছে হতে সৎ ??