সখা, কেমনে জানলে তুমি, জানালো কোন পাহারাদার
কে কিসের ভাগীদার, নাকি জাহান্নমের অংশীদার
ফুল চন্দন তসবী মালায়, বেশ সেজেছ হুকুমদার
মারছ গপ্প দিনে রাতে, করছ চুরি, রাখতে রাস্তা পালাবার !!


সখা, পুরুষ যখন প্রেমিক বেশে, করে পানীর জন্য হাহাকার
ধম্ম-কম্ম পুটলি বেঁধে কোথায় রাখে, জানে কি ধম্মাবতার
যে মাটির মাখলে ধুলো, শান্তি পেলে, বলছ তাকেই বে-পর্দার
সখা, এটি তোমার কোন রুপ, তুমিও যে এর অংশীদার।।


অধিকার রাখতে কায়েম, মত বাতলাও দিনে রাতে, বারংবার
মন গড়া সব কথার প্যাঁচে, খেলছ পাশা আড়াল থেকে, চমৎকার
ধম্ম ষণ্ড, রেখে বীজ নিজ দেহে, বানাও দেখি পাহারাদার
অন্তত একবার দেখি, একলা নারী কোন জাহানের অংশীদার ।।


ধম্ম এক পেট চালাবার ছল, দুর্ভেদ্য উচ্চারনে, কত ধম্মের কল
বোঝে কে আসল ফিকির, ধম্মের আসল মানে, পায়না তার তল
হাজার রকম ফন্দি ফিকির, পরিয়ে বেড়ি, গণ্ডি কাট, মশলাদার
যতই বল যেযা খুশি, নারী বিনে জম্মায়নি, কেষ্ট বিষ্টু হায়দার।।