সখা,  তুমি শুধু বৃষ্টি হয়ো জীবনে আমার
শিকড়ে শিকড়ে ভালোবাসার আলিঙ্গন
সবুজ করে দিও প্রতিটি কনায় মুক্ত এ বাতায়ন
ভাসিয়ে দিও এ মনের বালিয়াড়ি, পরশে তোমার
সখা, তুমি কেবলি বৃষ্টি হয়ো জীবনে আমার।।


লাজে নত আমার সবুজ, তোমাকে ছুঁয়েই হাসবে
চাইব তুমি থাকিবে দিবা-রাত্রির সকল অযুত ক্ষণে
সঁপিব মম গোপন অহংকার তব, ভরসা বিনীত প্রাণে
পূর্ণ প্রভাতের প্রভায়, মম মন আঙ্গিনায় তুমিই ভাসবে
ক্ষনেক নহে এ সাধ, নহে শুধু এক জনমের আশে।।


সখা, এ শিকড় তোমারে হেরিয়া অনেক স্বপন দেখে
সবুজে সবুজে এ মনভূমি, যবে সুগভীর অরণ্যের রুপ পাবে
কাকলি মুখরিত কুমারী অরণ্য রাজি, কভু কি ভুলিবে তবে
স্মিত হাসিতে চাহিবে আঝোর ধারা, সুখের বৃষ্টি মেখে
সখা, তুমি সৃস্টির উৎস হয়ো, মম জীবন সৃষ্টি সুখে।।


সখা, এ শিকড় সব ছেড়ে, ভেসে যাবে তব দুরন্ত স্রোতে
সবসুখ দিয়ে দৈবের চরণে, নিঃস্ব হইয়া চলিবে হেলায়
তব সাথে অনন্ত পথে, মিলিতে নূতন রুপের মেলায়
বৃষ্টি ছাড়া বাঁচে কি শিকড়, গম্ভীর গুরু গুরু মেঘ দেখে
সখা, তুমি বৃষ্টি হয়ো, নিয়মে না বেঁধে, এ জীবন পথে।।