ধর কোন এক ছোট্ট কুঁড়ে ঘরে
যেথায় বারোমাস চাঁদের আলো ঝরে
উঠান ভরে যুঁই মালতী নিত্য খেলা করে
উজান সুজান সবই সমান বাঁধা প্রেমের ডোরে।।


ধর কোন এক শ্রাবন বিধূর রাতে
খেলে এ মন উছাল-পাছাল জল পরীদের সাথে
ভাসায় ভেলা সারারাতি ঝিঁঝিঁ পোকার ডাকে
ঘুম নামেনা চোখের পাতায়,  এই মন একলা জেগে থাকে ।।

ধর কোন এক দূর্বা ঢাকা পথে
মুগ্ধ এ মন উদাস হয়ে আর কাউকে খোঁজে
শিশির কণার ভেঙ্গে যাওয়া আলতো পায়ের চাপে
অচেনা সে যেমনি হোক, এই মন সেথায় পড়ে থাকে।।


ধর কোন এক সোনা রঙের ধানের ক্ষেতের দেশে
পালকি ভরা তরল সোনা সাত সকালে মেশে
কুয়াশার চাদর ছেড়ে আকাশমণি জাগে গাঁয়ের পথে
বল কেমন করে থাকে এ মন চার দেওয়ালের রথে।।