ক্ষমা কর মোরে, হারমেনেছি, মেনে নিলাম
ভুলের মাশুল চোকাতে গিয়েই, আজ দেউলে হলাম  
শান্তি বেচে সুখ চেয়েছিলাম, বুঝিনি সে দিবাস্বপ্ন  
প্রেমের মূল্য চোকাতে গিয়ে, হৃদয় হয়েছে বিপন্ন।।


দিনের পরে আসে দিন, আলোয় ভুবন ভরে
এ ঘরে আজো আসেনি তো সে, দূরে থাকে সরে
হৃদয়ের দীপ শেষের পথে, তবু কাটেনি গো অন্ধকার
সুখের খোঁজেই যেপথে চলা, সে বিদ্রুপে বিঁধেছে বারবার।।


হেলায় সরিয়ে সোনালি মোহ, তোমাতেই মগ্ন থেকেছি
দিবানিশি এককরে, উজান স্রোতে প্রাণপণে গুণ টেনেছি
তবু কি হয়নি ঋণ শোধ, শুধু এতটুকু ভালবাসা চেয়েছি  
তাই কি অপরাধ নাজেনেই,  সাজার ফরমান শুনেছি।।


প্রত্যাঘাতের পথে, ছিঁড়িতে পারিনি যতনে গাঁথা মালা
নিবিড় আঁধারে একলা বসে, ধারণ করেছি বিষের জালা
আজ কন্ঠ আমার রুদ্ধ হয়েছে, চোখে আসে জল ভরে
হৃদয়ের কাছে চেয়েছিলাম যাকে, প্রণতি মম যেন ক্ষমা করে।।    


  
০৭.০৬.২০১৬