আসুক না চামড়ায় ভাঁজ, সেতো তোমার হাতে নয়
যে কয়েক গাছা আছে মস্তকে হলেও সাদা, হাতে নেই  
পড়ুক না চর্ম চোক্ষে ছানি, তাতেই বা কি, সেতো নিয়মেই
আরো যারা আছে তোমার সাথে সাথে, জন্ম সুত্রে
সকলে বোলবে আর পারছেনা, বলুক না, নিক বিশ্রাম
মন তো তোমার, একন্তে শুধুই তোমার, বাঁচিয়ে রাখ
ওর বয়স বাড়তে দিওনা, শুধু বোলে দাও না না না।।


প্রতিদিন নতুন রুপে দেখা, হোকনা সে পুরানো
সূর্যের রঙ শুধুই কি সাত, এক ঝলকের ক্ষণে  
নাকি বদলাবে নতুন সমীকরণে, অলখ্যে, মনে মনে
আয়নায় পারার প্রলেপ খারাপ হবে, তাই বোলে কাঁচ !  
না, সেতো তোমার নিজের, তোমার ভিতরে, আরো ভিতরে
যে জেগে আছে, দাগ হীন অবয়বে, স্বচ্ছন্দের অলিন্দে
আর সকলের ম্লান সঙ্গ নিয়ে, তবুও কত ভাবনা নিয়ে
নতুন পুরানো সকলকে নিয়ে, ক্লেদ হীন অসন্তোষে।।


ছেড়ে দাও ঘুরে বেড়াতে, আলো অন্ধকার সবখানে
খুঁজে খুঁজে তুলে আনুক, অনেক না শোনা কথা
পেলে  পাকনা, ঘুরতে ঘুরতে কিছু সুখ, ব্যাথা
বয়স বাড়তে দিওনা ওর,  কোন এক দিন ঘুমের আগে।।