শীতল কিরণে উতলিয়া উঠিলে প্রাণ, কহে সাধুজন
গেল গেল, সব গেল, দোষ খুঁজে ফেরে সাতকাহন  
পরিণত প্রেম আর সুপক্ক ফল, দুইই অতি ভালো
এ কথা বুঝেনাকি কেউ, কেন ভাবে সব গেল
প্রেম কি শুধু শরীর নিয়েই কথা বলে? নাকি হৃদয়ের ছন্দ  
কে বলে গো প্রেম মানেই গেল গেল, সবকিছু তার মন্দ !!  


বিস্তর পথ ভ্রমি, ক্লান্ত হৃদয় যদি খোঁজে নদী, এই আশে
যেথা জুড়াইবে প্রাণ, শীতল ঝর্ণা ধারায়, অকৃপণ সুবাসে
প্রতিদিন আঁধার ঘুচিবে মনের, নম্র প্রভাতি আলোর রেষে
সকল কর্ম হবে প্রাণময়, ক্লান্তি ফিরিবেনা কভু, মন আবাসে  
প্রেম পরিব্রাজক, রজকিনী-চন্ডীদাস ছিলেন সেই প্রেম নিবাসে  
পড়িয়া চক্রব্যূহে, থাকি বহু যোজন দূরে, জ্বালা ভুলি দীর্ঘশ্বাসে।।