নীল মাছিরা গাইছে গান উড়ছে মহা আনন্দে
ঠোঁট চাটছে তৃপ্তি নিয়ে, নেইতো বাধা দন্দে
শ্বেত বসনে ঢাকা শরীর ছোট কিম্বা বুড়ো
অরুচি নেই কোন খানেই থাকলেও শুধুই মুড়ো।।


গেলেও প্রাণ যখন তখন, নীল মাছি তা ভাবছেনা
সৃষ্টিকর্তাই দেননি ওদের কানে কোনই মন্ত্রনা
জাত, ধর্মে যায় আসেনা,  ওদের কাছে সবাই সমান
বোলতেই হয়, নীল মাছি, নীল মাছি, সত্যি তোরা মহান।।


শেষ বেলার সাথী তোরাই, সবার আগেই আসিস
বলতো তোরা কার চ্যালা ! ঠোঁটেতে কি দেখিস
মায়া কান্না, গোষ্ঠি দন্দ, যে যার মতই ভাবে
বলত দেখি কেমন করে রাখিস খবর, সবার আগে আগে।।


বন্ধু থেকে বাড়ির লোকে ব্যাস্ত সবাই নানান ছুতোয়
সত্যি তোরাই বন্ধু বড়, পুলিশ এলেও পাসনা ভয়
আত্মা কিছু বলে বুঝি !  ঠোঁটে বসে মন দিয়ে তা শুনিস
আই পি সি তে নেই পরোয়া! তবে এই গুলো কি রাবিস !!