হা হা হাসছে দেখ মাটির গড়া পুতুল
দুস্থ কুমোর শুকনো মুখে ভেবে ভেবেই আকুল  
কষ্ট করাই সার হল তার, পাচ্ছে না সে ক্রেতা
বলছে সবাই এতো মাটির, হয়ে যাবে রংচটা।।


মেলার মাঝেই চলছে প্রচার, ভাবো মাটির কথা
সবুজ বাঁচাও, নিজে বাঁচো, বোলছেন হত্তা-কত্তা
গাঁয়ের মানুষ, বৃদ্ধ শিল্পী শুনছেন বটে, বুঝছেন না
ভাবেন, গায়-গতরে খেটেখুটেও, কেন খাবার জুটছেনা !!


মুখোস ওলা, বন্দুক ওলার, চওড়া হাসি থামছে না
যা দেখায়, তাই মার-কাটারি, কিছুই পড়ে থাকছেনা
খোকা-খুকু, মাসি-পিসি, কিনছে সবাই, কেউতো কিছু ছাড়ছে না    
ভাবেন, ভুলেগেছে হাসতে সবাই! মন কেনতা মানছেনা।।


ভাবতে ভাবতে আঁধার নামে, যদিও মেলায় অনেক আলো
তেলে ভাজার গন্ধে মেতে, ফেরার পথে উড়ছে ধুলো  
বৃদ্ধ শিল্পীর ভরসা গুলো ব্যাঙ্গ করে, মাথায় চেপে ফিরবে ঘরে
মেলায় মেলায় ঘোরা ফেরা বন্ধ হবে, বুড়োটা মরলে পরে।।