কইগো, সব গেলে কোথায়, মন ভারানো বসন্তে
দেখে যাও ফুটেছে কুঁড়ি কতনা ছোট বড় বৃন্তে  
পাপড়ি মেলতেই রামধনু রঙ, হাজার কথার মিশেল
অকম্যা নয় কর্মবীর, পাকা হাতের শিঁধেল ।।  


কোনটা ভালো কোনটা খারাপ, কি করে ভাই বলি
খুশি মনেই ঘুরে বেড়াই রাজপথ থেকে গলি
নেই চাহিদা মোটা ফয়দার, অল্পেতে হই খুশী
ছেলে বুড়ো সবাই জানে, জানেন মাসী পিসি।।  


রক আছে, জ্যাজ আছে, আছে ঠুমরী, গজল দাদরা
গণৎ কারে সংখ্যা মেলায়, জন-ভাগ্য অধরা
খেউড় সাধক সাধেন গলা, কেউ বা নাচেন ভাংড়া  
আধপাকাতেই জাত চেনা যায়, নয় সুগন্ধি সে লেংড়া।।    


ব্যাকরণে আছে পুরুষ,  তিনটে  মাত্র জানি
এ ঝুড়িতে আছে অনেক,  আরো সব খানদানি  
বলদেখি  কোন সে পুরুষ, তাঁকে কখন কোথায় মানি
কোন কোলেতে দোলেন তিনি, সত্যি কি কেউ জানি !!