সু-পোষাকে সজ্জিত নেতা কহিলেন রুদ্র কন্ঠে হাঁকি
মেরে আধমরা ঘুঘু করে দেব, আমার সাথে করছ চালাকি !
ভুলাভাল গেয়ে তোমার "জনগণমন", জল চায় ঘন ঘন
বলেন, এটা কে লিখেছিল বটে, পড়িনিতো  কখনো ।।


পাশ থেকে চেলা বলে ওঠে, ওই বঙ্কিম নাকি কেউ হবে
ছিলেন উকিল, ব্রিটিশের গোলাম, এর চেয়ে কিবা কবে
মাথা নাড়েন নেতা, না না, এ সব আর চলেনা এখন
আরে দেখছ না, বদল সব দিকে, এটাও বিলে হবে উত্থাপন।।


সচিব কহেন, মৃদু স্বরে,   স্যার এসবে হবে আলোড়ন
আরে কি মুশকিল, তুমি কি জান হে ? মানুষ চাইছে অন্যরকম
আমি মানুষের সেবা করি, সমাজ গড়ি, তুমিহে কি শেখাবে
মানুষের রায়ে এসেই গেছি যখন, যা বলব, সে টুকুই করে যাবে।।


সচিব বলেন, স্যার..., এবার ধমক, আচ্ছা আমিই  দেব লিখে
কতদিন হল এই পদে ?  খালি বাজে কথা কও মুখে মুখে
মানুষ চাইলে কি না করতে হবে, জল নেই ! কি হল তাতে
ছুরীতে রক্তের দাগ ! হা হা হা, রক্ত দিয়েই ধুয়ে নেবে ।।