ও খোকা... ও খুকু..., ওরে সব গেলি কোথা
আয়, আয়, আয় এসেছে নিলামবালা, শুনেযা গল্প কথা
শুনেছিস কেউ গল্প এমন, ধড় আছে তার নেইকো মাথা
মোবিল খায় সে পেট গরমে, গায়ে মাখে লঙ্কা বাটা।।  

বলত দেখি, বলত দেখি -- কে জানিস ?  বুদ্ধি কোথায় থাকে  
হাসির কথায় রেগে মেগে, উচ্চস্বরে হাম্বা হাম্বা ডাকে    
বাদশাহী খানা, মণ্ডা মিঠাই না-পসন্দ, বাঁচে নুনের রসে    
কোন উপাস্যের করেন পুজো,  ভাগ্য রাখতে বশে ।।    


কাঁদার আগে ভাবতে বসে, লাভ হবে কি কেঁদে !
হাসার আগেও হিসাব করে নিক্তি ধরে, জালটি রাখে ফেঁদে
ফিচেল হাসি, চোখ পিট পিট, বলত কি নামে যায় ডাকা
দার্শনিক সে সকল ক্ষেত্রেই, নিজেকে রাখে ফাঁকা।।    


শাস্ত্র আছে অনেক রকম, রঙে রসে ঠাসবুনোটে ভরা
বোলতে পারো ? মৃতদেহ হাসে কখন, কিভাবে যায় ধরা
নিয়ম কানুন, নীতি মালা সবই নাকি আছে ! ওসব কাদের জন্য  
কোন প্রাণীরা খুঁজে বেড়ায় আরো, আরো চাই, হিংস্রতায় বন্য।।  


গল্প আরো আছে অনেক, পথের ধূলোর মাঝে
সময়টা যে সেই পথেতেই জীবন নিয়ে, আছে সকাল সাঁঝে  
অনেক ছায়া, অনেক কায়া, দুখ্য সুখের মিহি সুতোয় বাঁধা
কেন সবার পাওনা হয়না সমান, কে করবে সামাধান, এটাই মস্ত ধাঁধা।।