গুনীজনে বলেন সত্য, জন্ম নহে কর্ম বড়, আসল পরিচয়
নাশের যজ্ঞে আহুতি মানুষ, সব কিছুই স্তাবকময়
বিচার, বুদ্ধি, মনুষ্যত্ব সব ঢেকেছে, পাহাড় প্রমাণ অন্ধকার
রাহুর গ্রাসে মানবতা, চাইনা মানুষ, বেঁচে থাক শুধুই ভোটার।।


কথায় কথায় সময় কেনা, হাসির রেখা ঠোঁটের আলে
হরিলুটের বাতাসাতেই, দিন কেটে যায় তালেগোলে
শ্যাওলা ভরা কপাল মাঝে, সুখ হড়কায় সকাল সাঁঝে
মুখের আগল পচা ডোবায়, মিথ্যার ডেরায় সত্য খুঁজে
সন্ধ্যানি চোখ রাখছে নজর, কোন হাওয়াতে কাটছে সুতো
খুঁজতে হবে যখন তখন, কিছু নাহয় বানিয়ে ছুতো।।