গণতন্ত্রের দারুন মজা, যেমন খুশি তেমন সাজা
চাল নেই তো হয়েছে কি?  খাওনা কেন চালভাজা
মাথা নেই তার প্রাণে ব্যাথা, হচ্ছে দেওয়াল খাতার পাতা
লিখছে কবি কাব্য প্রেমের, যেমন খুশি তেমন ভাবা।।  


নিলামের বাজার খারাপ, দেখছে সবাই পুতুল নাচ
রাজা নাচেন ঢোলক কাঁধে, গানে কথায় তীব্র ঝাঁজ
সুরে সুরে ভরছে আকাশ, বইছে মনে বসন্ত বাতাস
হাজার রঙে উড়ছে ওলি, পণ্ডিতেরা কাটছে ঘাস।।


বলছে বটে নিলামবালা, যেওনা এখন বেলতলা
বুড়ো শিব আছেন বসে, পরে গলায় কলকে মালা
কেউ বা আছে শূন্যে ভেসে, কদিন পরেই আসছে গাজন
ঘুস ঘুসে জ্বর এলে পরে, থেমে যাবে নাচন কোঁদন।।


মাঠে মাঠে রোদের খেলা, গাঁ-গঞ্জের ফাটছে মাটি,
কোন সেবাই নয় মাঙনা,  যায় শুকায়ে দুহাত ছাতি
আলুর খেলায় পকেট ফাঁকা, বাকিরা সব নিচ্ছে দম
ভয় পেওনা ভবের খেলায়, দেখ খুঁজে, কে আছে কম ।।