হাঁকদিয়ে যাই নানান কিছুর, আসি দ্বারে দ্বারে
গল্প এতো নয়রে ভাই,  খাম খেয়ালের ঘোরে
ফাগুন বাতাস মাতন জাগায়, হাজার মনের হাটে
আজ বিনিপয়সায় দেব ছবি, রোজ পাবেনা মোটে ।।


অল্প দামে হরেক জিনিষ, নানান রকম সুখ  
বুঝতে গেলেই নষ্ট সময়, শেষে পাবে দুখ
একটা শরীর, একটা মাথা, গ্রহে গ্রহে ঘোরে
নাম জান কি সেই জিনিষের, বলতে কি কেউ পারে !!


ষোল আনায় হয়রে টাকা, একশোতে ভাই নয়
গরুর যদি থাকত পাখা, দেখতে কেমন হয়
মানুষ যদি পেতরে ভাই, আর কয়েকটা মুখ
সব কিছুতেই পুসিয়ে নিত, আসত মনে সুখ।।


হাত ওয়ালা আছে প্রাণী, তস্কর সে এক বড়
হাসির কথা শুনলে সে যে, বলে মারো মারো
কার যে কখন আসে সুযোগ, কাক মরলে ঝড়ে
থাকলে সুযোগ নাও গুছিয়ে, এধার-ওধার করে।।