আমি ভাই নিলামবালা
খুঁদ-গুড়োতেই বেঁচেআছি দুইবেলা  
সারাদিন পথে পথেই, সাথে অবাক ছোট্ট ঝোলা
কাঁধে নিয়ে জ্ঞানী-গুণী, ঝুলিয়ে লোভের ঘরে তালা।।

সৎ অসতের মুখোশ পাবে, সাথে বাণী ফ্রী
১০ টাকাতেই যাদুদন্ড, করিনা জোচ্চুরি
নেতা হবার কায়দা-কানুন, আছে সে সব পুঁথি
ভুলকরে ভাই পড়েই দেখ, আসবে কাজে গতি।।


এক ঝুড়িতেই সবাই থাকেন নেইতো কোন গোল
সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়েন  মুখে হরিবোল
মডেল পাবে এত কিছুর, কাকে করবে গুরু
কোন জিনিষে হাত পাকাবে কোথায় করবে শুরু।।


সমাজ দেখি মানুষ দেখি, দেখি নানান খেলা
জাবর কাটে গনতন্ত্র,  মাছি তাড়ায় চেলা
আলাদিনের প্রদীপ পাবে, পাবে বৈতরনীর ভেলা
জালদি এস সবাই মিলে, এসেছে নিলামবালা।।