সূর্যাস্তের আবেগে রঙে ভাসে ধরণী
নিঃশব্দে ছড়ায়ে স্মিত হাসি রাশি রাশি
সন্ধ্যাসবিতা সুকৌশলে চরাচরে ভিড়ায় তরণী
বালুকা বেলা, অরন্য রাজি, নিশি আঁচলে ঢাকি মুখ
ছোট্ট নীড়ে, চঞ্চুতে উষ্ণতা খুঁজি নিদ্রা গভীরে খোঁজে সুখ
অযুত হীরক কণা আপন শরীরে ধরি, নিঃসীম জল রাশি
একা জাগে কুলে কুলে, ছড়ায়ে কল কল রবে ভরসার হাসি  
কহে, অপেক্ষা কর, ভরিবে আলোয় প্রাণ, কিছুই নহে চির স্থায়ী।।