সুবেশ, শান্তির রঙে ঝলসানো, বেশ বড়-সড় পাঞ্জাবী
সাজগোজে ধোপ দূরস্ত, তাঁবেদার তার চলে সাথে সাথে, গুণগ্রাহী
ছোট, বড়, মোটর যান চলে আগে পিছে, হুটারের নিনাধ ধ্বনি
শেষ গন্তব্যের পথে চলা শবও  ঠিক চিনতে পারে...... ও... ইনি
তাহলে নিশ্চই গনতন্ত্রের মহান কর্ণ,  জন প্রতিনিধি।।


ছোট ছোট ভাবনা গুলো, মাথা খুবলে খায়,
দেশ সেবার এত হিড়িক কেনরে বাবা, কে দিয়েছে দায় !
সকাল, দুপুর, সন্ধ্যে, রাত ... সব একাকার, সেবা ছাড়া, সব শিকেয় তোলা  
ভাবলে বেশ অসুস্থ লাগে, শেষে কিনা... এতেও মেতেছে ভোলা !
গোধুলির ধুলা উড়িয়ে খুরে, ঘাড় ঘুরিয়ে হেসে, গোঠে ফেরে অবলা।।  


গনতান্ত্রিক ব্যবস্থাটা বেশ মজাদার, যেন সব পেয়েছির অবস্থা
মুন্ডুটা গলায়ে দাও ফাঁকে,  কিছু একটা হবেই হবে ব্যবস্থা
যত মানুষ তত সুবিধা, যত অসুবিধা, ইনকাম বাড়বেই পারক্যাপিটা  
শুধু অঙ্কটা জানো, কিছুতেই নেই ক্ষতি, কখন কাকে লাগে,  
হাসিটুকু বিলিয়ে যাও হিস হিস করে, সব এসে যাবে, ভাগে ভাগে।।